ফ্রান্সের রাজধানি প্যারিসের জরেস পার্কে স্বরলিপি গোষ্ঠীর উদ্যোগে রবিবার ফ্রান্সের সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ষবরণের এক জমকালো উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, তুলুজ বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহাম্মেদ সেলিম, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারীসহ ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
প্যারিসে স্বরলিপি শিল্পি গোষ্ঠীর প্রতিবছর ধারাবাহিক আয়োজনে প্যারিসের প্রাণকেন্দ্র জরেস পার্কে অনুষ্ঠিত হলো বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শোভা যাত্রা, শিশু কিশোরদের চিত্রাংকন, নারীদের বালিশ বদল এবং সবশেষে স্বরলিপির শিল্পি গোষ্ঠীর শিল্পিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সর্বস্তরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বাংলাদেশিদের পাশাপাশি বিপুল সংখ্যক ভিনদেশী নাগরিক উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। দ্বিতীয় পর্বে মুহিত এবং তানিয়ার যৌথ উপস্থাপনায় নাচ, গান, কবিতা পুঁথি পাঠ করে স্বরলিপির শিল্পীরা মাতিয়ে রাখেন দর্শকদের।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ রশিদা