মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশ কুয়েত। এই দেশটির মহামহিম আমির শেখ সাবাহ আল আহম্মদ আল জাবের আল সাবাহ'র পৃষ্ঠপোষকতায় ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৬০টি আরব ও ইসলামিক দেশসহ আরো কয়েকটি দেশের ১০৭ জন প্রতিযোগীর অংশগ্রহণে কুয়েত আন্তর্জাতিক কেরাত ও হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল এ প্রতিযোগিতার উদ্বোধন হয় হোটেল ক্রাউন প্লাজায়।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের ১৩ বছরের কিশোর হাফেজ জাকারিয়া চতুর্থ স্থান অর্জন করে। বিশ্ব মুসলিম দরবারে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা জাকারিয়া তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
গত বুধবার প্রতিযোগিতার শেষদিন বয়ান প্যালসে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে কুয়েতের ডেপুটি আমির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/ ২৩ এপ্রিল, ২০১৬/ রশিদা