প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুন এবং মিজানুর রহমান ভূইয়া ওরফে মিল্টন ভূইয়াকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বহিষ্কারের দাবি জানালো নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। একইসাথে, সজীব ওয়াজেদ জয়সহ বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র শক্তহাতে প্রতিহত করতে প্রবাসে আওয়ামী পরিবারের লোকজন অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করা হয়।
গতকাল সোমবার রাতে জ্যাকসন হাইটসে ইত্যাদি পার্টি সেন্টারে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে ষড়যন্ত্রে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে। তাকে সাংবাদিক হিসেবে গ্রেফতারের প্রশ্নই ওঠে না। শফিক রেহমানকে বয়োজ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে যারা অভিহিত করছেন তারা মূলত বিএনপি-জামাত-শিবিরের পারপাসই সার্ভ করছেন।’ তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীদের দ্রুত বিচার করতে হবে। ষড়যন্ত্রের সাথে আরো যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করা জরুরী হয়ে পড়েছে।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কমান্ডার নূরনবী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু। নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং আব্দুল হাসিব মামুন, নির্বাহী সদস্য সরাফ সরকার এবং আমিনুল ইসলাম কলিন্স, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, প্রচার সম্পাদক শাহীন ইবনে দিলওয়ার, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ রশিদা