জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের সফরের আলোকে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মোমেন জানান, ‘নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এবং বাংলাদেশ চাচ্ছে এ বিশ্ব ফোরামের নেতৃত্বে অধিষ্ঠিত হোক একজন নারী। নারী ক্ষমতায়নের স্লোগানে উজ্জীবিত বাংলাদেশ ইতোমধ্যেই অনেকের সাথে এ নিয়ে কথা বলেছে।’
রাষ্ট্রদূত বলেন, ‘এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ বৈশ্বিক অঙ্গনে আমাদের ভাবমূর্তিকে আরও সুসংহত করবে। একই সাথে, জাতিসংঘের হাত ধরে বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বহুমুখী সফলতা ও অবদানের কথা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি’। তিনি জানান, ‘২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী।’
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমদ। এসময় তিনিও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত মোমেন জানান, ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে আসার পরদিন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় যাবেন। সেখান থেকে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
বিডি-প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ