বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে আবারও সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন এবং নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দনের পাশাপাশি স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতা-কমীরা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ‘বিশ্বের সামনে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষমতা দেয়ার জন্য নিরন্তরভাবে কর্মরত শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা সে ঘোষণাই দিলেন সর্বসম্মতভাবে তাকে সভপতি পদে পুনরায় অধিষ্ঠিত করার মধ্য দিয়ে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা কাউন্সিলরবৃন্দকেও অভিনন্দন জানাচ্ছি।’
বিবৃতিতে ওবায়দুল কাদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় শেখ হাসিনার বিচক্ষতাপূর্ণ নেতৃত্বকে আরও সুসংহত করতে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ওবায়দুল কাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন বলে আমরা দৃঢভাবে বিশ্বাস করি।’ ‘শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের সকলে ঐক্যবদ্ধ’-এ কথাও বলা হয়েছে বিবৃতিতে।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী, সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরন্নবী এবং সেক্রেটারি শিতাংশু গুহ, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র পেশাজীবী সমন্বয় পরিষদের সেক্রেটারি আশরাফুজ্জামান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান এবং সেক্রেটারি অ্যাডভোকেট এম জহির প্রমুখ।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী এবং সেক্রেটারি ইকবাল ইউসুফ পৃথক এক বিবৃতিকে সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতি প্রদানকারীরা শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে দ্রুত ধাবিত হবে বলেও আশাবাদ পোষণ করেছেন।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/মাহবুব