অভিবাসীবান্ধব আইনের বহাল এবং বৈধতার দাবিতে 'সলিডারিটি ফর ইমিগ্রান্ট’ এর ব্যানারে পর্তুগালের পার্লামেন্টের সামনে সম্প্রতি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে অভিবাসীরা। এতে অনেক বাংলাদেশি অভিবাসীও অংশ নেন।
প্রায় ২০ হাজার বাংলাদেশি বর্তমানে পর্তুগালে বসবাস করলেও এদের বিরাট একটি অংশ এখনও বৈধতা পাননি। নিয়মিত ট্যাক্স দিয়েও সাম্প্রতিক সময়ে রেসিডেন্ট কার্ড পেতে বেগ পেতে হচ্ছে তাদের। ইংল্যান্ড, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিরা শেষ ঠিকানা পর্তুগালকেই বেছে নিয়েছিল।
২৭ অক্টোবর থেকে অভিবাসী আইনের ৮৮ ধারা বহাল থাকবে কী না- তা নিয়ে পর্তুগালের পার্লামেন্টে বিতর্ক চলছে। তাই অভিবাসীবান্ধব এই ধারা বহাল রাখার দাবিতেই বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
অভিবাসীরা পর্তুগালের পার্লামেন্টের সামনে ‘পর্তুগালে সমান নাগরিক অভিবাসী’, ‘দাসত্বের বিরুদ্ধে ইমিগ্রান্টস’, ‘বিতাড়ন সমাধান নয়’, ‘একটি ভিসা’, ‘সমান কাজ-সমান বেতন’ 'সবার জন্য ডকুমেন্টস' ইত্যাদি লেখা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। এসময় তারা পর্তুগালের পতাকা বহন করেন যা ইঙ্গিত করে এই দেশকে ভালোবাসি।
বিক্ষোভে অংশ নেয়া বাংলাদেশি নাগরিক আমির হোসেন ও জুয়েল বলেন, এখানে বসবাসের জন্য সকল বাধ্যবাধকতা পূরণ করছি। তারপরও আইনের হঠাৎ কেন পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে বুঝতে পারছি না।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/ফারজানা