সংযুক্ত আরব আমিরাতের আল আইন গাউছিয়া কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ শফিক বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০১৫ লাভ করায় সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার গাউছিয়া কমিটির আল আইন শাখার উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ শফিউল আলম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ মিয়ার পরিচালনায় আলোচনায় অংশ নেন আবদুল কাদের, মৌলানা মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ ছরওয়ার, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইয়াছিন, আলহাজ্ব জানে আলম, মৌলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ সেলিম উদ্দীন, নুরুল আমিন, কুতুব উদ্দীন, মোহাম্মদ শাহীন, নজরুল ইসলাম, আবু বক্কর বাবুল, গাজী মোহাম্মদ শহীদ, মোহাম্মদ তৌহিদ, জানে আলম ও রমজান আলী।
এসময় অনুষ্ঠানে আগত বিভিন্ন আঞ্চলিক ও প্রাদেশিক শাখার পক্ষ থেকে আলহাজ্ব মোহাম্মদ শফিক'কে পুষ্পস্তবক উপহার দেয়া হয়।
উল্লেখ্য, দেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের ঢাকার বাংলা একাডেমিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অর্থমন্ত্রী এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/মাহবুব-০৩