২০তম কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী নবীন আর প্রবীণের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দিত করা হলো নিউইয়র্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে। এ সময় উপস্থিত সকলে বিশেষ মোনাজাতে মিলিত হয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাও করেন।
স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যৌথ উদ্যোগে এই অভিনন্দন ও শুভেচ্ছা সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে।
প্রসঙ্গত, কাউন্সিলে গঠিত কমিটিকে অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম আনুষ্ঠানিক সমাবেশ। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ এবং পরিচালনা করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব মশিউল আলম জগলু। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী।
তিনি বলেন, ‘জনগণের অধিকার আদায়ের আন্দোলন-লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠা আওয়ামী লীগই পারে তৃণমূলের পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হচ্ছেন তার অনন্য উদাহরণ।’
মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘প্রবীনের অভিজ্ঞতা এবং নবীনের মেধার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার যে কার্যক্রম চলছে, তাকে ত্বরান্বিত করতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলের মতামতের প্রতিফলন ঘটিয়েছেন নতুন কার্যকরী কমিটিতে। এজন্য আমরা মাঠের কর্মীরাও গভীরভাবে শেখ হাসিনাসহ সকল কাউন্সেলরের প্রতি কৃতজ্ঞ।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, ‘তৃণমূল থেকে উঠে আসা ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা আজ আপ্লুত ও অভিভূত। এর মধ্য দিয়ে মাঠের কর্মীরা উৎসাহ পাচ্ছেন আরও বেশী কাজ করতে।’
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় নতুন কার্যকরী কমিটি অবিস্মরণীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ পোষণ করে আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাবুল, রেহান রেজা, হাবী মোস্তফা কামাল পাশা, মোস্তফা কামাল মানিক, ইসমত হক খোকন, হাজী এম এ জলিল, ইদ্রিস মিয়া, জাফরউল্লাহ, জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স, আশরাফ আলী খান লিটন, এটিএম রানা, মো. আলাউদ্দিন, আশরাফউদ্দিন, শাহাবউদ্দিন লিটন প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/মাহবুব-১০