যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেইটের হ্যামট্রামিক সিটিতে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগের দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শনিবার রাত তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামের রবিউল আলম (১৯) ও সুনামগঞ্জের আশিষ দিবাকর পাল (২০)। এদের মধ্যে রবিউল মিশিগান স্টেইটের হ্যামট্রামিক সিটিতে এবং আশিষ স্টার্লিং হাইটে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হন তিনবন্ধু। বেপরোয়া গতিতে কার চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রবিউল ও আশীষ মারা যান। গুরুতর আহতাবস্থায় ওমর হাদী নামের অপর যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হ্যামট্রামিক সিটির বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৬/মাহবুব