মালয়েশিয়ায় ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে স্টিলের বিমের আঘাতে শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কুয়ালা কুবু ভারুর উলু ইয়ামে বাতু ২৯ ইন্ড্রাস্টিয়াল সেন্টারে স্টিল কারখানায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
কুয়ালা কুবু ভারু ফায়ার সার্ভিস বিভাগের সিনিয়র ফায়ার অফিসার-২ রশদি সাফি বলেন, শাহাদাত হোসেন নামে ওই বাংলাদেশি শ্রমিক মাথার ওপরে ১০ মিটার দীর্ঘ স্টিলের বিমে ওয়েল্ডিং করছিলেন। এ সময় বিম দুটি ছুটে শাহাদাতের গায়ে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও দুই শ্রমিককে একই স্থান থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন