জাতিসংঘে বাংলাদেশ মিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস সেক্রেটারি) হিসেবে নূর এলাহী মিনার যোগদানকে স্বাগত জানানো উপলক্ষে ৪ নভেম্বর শুক্রবার রাতে নিউইয়র্কে মিডিয়া কর্মীদের এক মিলনমেলা বসেছিল। এ সময় ৩০ লাখ শহীদের রক্তের ঋণ পরিশোধকল্পে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে সকলে একযোগে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশের এগিয়ে চলার ঘটনাবলী আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের জন্যে গণমাধ্যমকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নূর এলাহী মিনা গত মাসে এ পদে যোগদান করেন। নবাগত মিনাকে নিউইয়র্কে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে পরিচয় উপলক্ষে রাষ্ট্রদূত মোমেনের আহবানে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সমাবেশ ঘটে। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, ‘জাতিসংঘে বাংলাদেশ বিভিন্ন ভূমিকা পালন করছে। সবকিছু আবর্তিত হচ্ছে বাংলাদেশের এগিয়ে চলার ভিত্তিতে। এসব কর্মকাণ্ড সবিস্তারে মিডিয়ার মাধ্যমে সর্বসাধারণকে অবহিত করার জন্যেই নূর এলাহী মিনা কাজ করবেন। সার্বক্ষণিক সহযোগিতার দিগন্ত উন্মোচিত থাকবে।
নূর এলাহী মিনা বলেন, পারস্পরিক সহযোগিতারভিত্তিতে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশকে আরো মহিমান্বিত করা সম্ভব হবে। উন্নয়ন আর অগ্রগতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে গণমাধ্যমের আন্তরিক সহায়তার বিকল্প নেই। সে আলোকেই আমি আপনাদের পাশে থাকবো।
নয়া এ প্রেস সেক্রেটারিকে স্বাগত জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠিকানা সম্পাদক লাবলু আনসার, এটিএন বাংলা ইউএসএ’র প্রধান দর্পণ কবীর, একাত্তর টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি মাহফুজুর রহমান, সাংবাদিক আকবর হায়দার কিরণ, সালেম সুলেরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ