কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুয়েত যুবদলের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয় কুয়েত সিটির রাজধানী হোটেলে। এতে অংশ প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন। ৩৮ম প্রতিষ্ঠাবার্ষিকী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ। এতে আরো উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন। যুবদলের নেতাকর্মীদের মধ্যে ছিলেন লোকমান, মোহাম্মদ আলী, আলম, ফরিদ উদ্দিন, আবদুল্লাহ, মোস্তফা ফারুকীসহ অনেকে। অনুষ্ঠানে বিএনপির সকল প্রদেশের নেতাকর্মী, শ্রমিক দল, কুয়েত বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/ফারজানা