কখনো দেখাই হয়নি এমন কারও সঙ্গে কি আড্ডা হয়? হলেও বা সেই আড্ডায় প্রাণের ছোঁয়া থাকে? অপরিচিত কারও সঙ্গে আড্ডায় এমন ভাবনা মনে জাগতেই পারে। কিন্তু সম্প্রতি বিসিসিবি (বাংলাদেশি কানাডীয়ান - কানাডীয়ান বাংলাদেশি) আড্ডায় এই ভাবনা ভাবার অবকাশই হয়নি। এক যুগ আর সপ্তাহখানেক আগে আসা ব্যক্তির মধ্যে ফারাক খুঁজে বের করাই যেন কঠিন হয়ে পড়েছিল আড্ডায়।
কানাডা প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগের সর্ববৃহৎ নেটওয়ার্ক বিসিসিবি এই আড্ডার আয়োজন করে। ফেসবুকভিত্তিক গ্রুপ ‘বিসিসিবি’র সদস্যরা স্বপরিবারে এই আড্ডায় এই অংশ নেন। ডেনফোর্থ ও ডেনফোর্থের ‘ক্যাফে ডি তাজ’ রেস্তোরাঁয় গত রবিবার দুপুরে আয়োজিত এই আড্ডায় বিসিসিবি টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান রিমন মাহমুদ। জানান, কানাডাপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংযোগ গড়ে তোলার জন্যই এই আয়োজন।
বিসিসিবির এই আড্ডায় সবাই মিলে যে কেবল খোশগল্পই করেছে- তা নয়। বহু সংস্কৃতির এই দেশে মূলধারার চাকরি পাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং সেগুলো উত্তরণে নিজেদের অভিজ্ঞতাও বিনিময় করেন তারা। আড্ডায় তথ্যপ্রযুক্তি খাতে বিসিসিবির মেন্টর হাফিজুর রহমানকে পরিচয় করিয়ে দেয়া হয়। জানানো হয়, বাংলাদেশিদের চাকরি পাওয়ার বিষয়টি তত্ত্বাবধানে কাজ করেন তিনি।
প্রসঙ্গত, ফেসবুকভিত্তিক নেটওয়ার্কিং গ্রুপ ‘বিসিসিবি’ চাকরি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের পরামর্শমূলক সেবা দিয়ে ইতিমধ্যে কমিউনিটিতে বিশেষ নজর কেড়েছে। এই গ্রুপে প্রায় ১০ হাজারের মতো সদস্য রয়েছেন। এরা কানাডার নাগরিক কিংবা স্থায়ী বাসিন্দা এবং জন্মসূত্রে বাংলাদেশি।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা