শহীদ কাদরী, নাগরিক জনারণ্যের চির-তরুণ কবি, সামসময়িক জগতের এক সচেতন ও সযত্ন পর্যবেক্ষক, এবং তীক্ষ্ম বিশ্লেষক। জগৎ ও জীবনবীক্ষার যে নির্যাস তিনি সংগ্রহ করেছিলেন, নিঃশেষে তা ঢেলে দিয়েছেন কবিতায় এবং পারিপার্শ্বিকতায়। কবি শহীদ কাদরীর কবিতা ও জীবনবীক্ষা, তাঁর ভালোলাগা-মন্দলাগা, তাঁর স্মৃতি ও শ্রুতি আমাদের সংগ্রহে থাকা এক অমূল্য সম্ভার।
সবার অনুভূতি এবং কবি শহীদ কাদরীর কর্ম ও জীবন নিয়ে ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটনের জুইশ সেন্টারে আয়োজন হচ্ছে 'প্রণতি ও প্রতিধ্বনি' শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। অনূর্ধ্ব তিন ঘণ্টার এই আন্তরিক, নিবিঢ় ও যথোচিত আয়োজনের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা।
প্রয়াণহীন কবি শহীদ কাদরীর যাপিত শ্রুতি ও স্মৃতিময় জীবন উদযাপনের এই বিশেষ আয়োজন 'প্রণতি ও প্রতিধ্বনি'তে অনুভূতির প্রকাশে ও উপস্থাপনায় অংশ নেবে বাংলাদেশ ও প্রবাসের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিবিষ্টভাবে আগ্রহী, সংশ্লিষ্ট ও নিবেদিত বিভিন্ন সংগঠন ও নেতৃত্বশীল ব্যক্তিবর্গ। 'প্রণতি ও প্রতিধ্বনি' আয়োজন, পরিবেশন ও প্রত্যক্ষে সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ