মালয়েশিয়ায় দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে খলিল আকন (৪০) নামের এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে মালয়েশিয়ার ইপু জেলার সিমপং পুলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিল আকনের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার টিমচর গ্রামে বলে তার সহকর্মীরা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতে একটি দোকান থেকে কোমল পানীয় কিনে বাসস্থানে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে খলিলের সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া অপর সাইকেলে থাকা মালয়েশিয়ান নাগরিক দম্পতি আহত হন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব