বাংলা টেলিভিশন কানাডা'র আয়োজনে ‘সুরের ধারা’ সিরিজের পঞ্চম অনুষ্ঠানটি টরন্টো’র মূলধারার অন্যতম সম্মানজনক ফেয়ারভিউ থিয়েটার হলে অনুষ্ঠিত হল গত ১৯ নভেম্বর সন্ধ্যায়।
প্রবাসে শুদ্ধ বাংলা সংস্কৃতি প্রসার ও প্রচার উদ্যোগের অংশ হিসেবে বাংলা টিভি’র এ আয়োজন। ‘সুরের ধারা -০৫’ শিরোনামের এই অনুষ্ঠানটির প্রথম পর্বে কন্ঠশিল্পী মোনালিসা চৌধুরী পরিবেশন করেছেন রবীন্দ্রনাথের গান এবং অনন্যা শিলা শামসুদ্দীন গেয়েছেন নজরুলগীতি। আর দ্বিতীয় পর্বে পুরোনো দিনের বাংলা গানগুলো পরিবেশন করেছেন সুব্রত পুরোহিত ও বীনা পুরোহিত।
আমন্ত্রিত ও পূর্ব নির্বাচিত দর্শকে পূর্ণ অডিটোরিয়মের শতশত দর্শক পিনপতন নিরবতায় অনুষ্ঠানটি উপভোগ করেছেন। যন্ত্রশিল্পীরা ছিলেন; তবলায় দোলন সিনহা ও সজীব চৌধুরী, কি-বোর্ডে মামুন কায়সার, মন্দিরায় অখিল রায়। বাংলা টেলিভিশন কানাডা’র বিশেষ অনুরোধে অনুষ্ঠানে গীত রবীন্দ্রসঙ্গীতগুলোর সাথে এস্রাজ বাজিয়েছেন সুনিল গোমস।
প্রথম পর্বে মোনালিসা চৌধুরী “বিপুল তরঙ্গ রে, ভূবনেশ্বর হে, আজ বুঝি আইলো প্রিয়তম, প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে” সহ মোট নয়টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।
এই পর্বেই অনন্যা শিলা “ সুরে ও বাণীর মালা দিয়ে, আধো ধরণী আলো আধো আধার, দোলে বন তমালের, শ্যামা নামের লাগলো আগুন” সহ সাতটি নজরুলগীতি পরিবেশন করেন।
২০ মিনিটের বিরতীর পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চে আসেন সুব্রত পুরোহিত ও বীনা পুরোহিত। তারা প্রত্যেকে পাঁচটি করে একক এবং চারটি দ্বৈত গান মিলিয়ে মোট চৌদ্দটি স্বর্ণযুগের বাংলা গান একটানা পরিবেশন করেন। তাদের পরিবেশিত “চম্পা চামেলী গোলাপের বাগে, কে প্রথম কাছে এসেছি, যদি কাগজে লিখ নাম, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, এমন স্বপ্ন কখনও দেখিনি আগে, এখনও সারেঙ্গিটা বাজছে” -গানগুলো পিনপতন নিরবতায় দর্শকেরা উপভোগ করেছেন।
বাংলা টিভিতে ব্রডকাষ্টের উদেশ্যে পুরো অনুষ্ঠানটির ভিডিও চিত্র পাঁচটি পৃথক ক্যামেরায় ধারণ করা হয়েছে। ভিডিও চিত্র ধারণের দায়িত্বে ছিলেন বাংলা টিভি’র টেকনিক্যাল ডিরেক্টর গেব্রিয়েল জি. কোনজ ও জ্যানা হক। বাংলা টেলিভিশনের পক্ষে অনুষ্ঠানের স্টীল ফটোগ্রাফি করেছেন বন্যা রুনা লায়লা। শব্দযন্ত্র নিয়ন্ত্রণ এবং শব্দধারণে ছিলেন মার্স জিয়েমবার্কো।
অডিটরিয়ামের সাউন্ড সিস্টেমের কার্যকারিতার সর্বোচ্চ ব্যবহার দেখভাল করেন নন্দিতা গোমস। নেপথ্য থেকে অনুষ্ঠানটিকে সচল রেখেছিলেন হাফিজ আল আসাদ, রিয়াজ মাহমুদ জুয়েল, তাসলিমা জামাল সিমু, সুমু হক, বীনা এগনেস সাহা, নাজমা কাজী, স্নিগ্ধা চৌধুরী, পবিত্র মজুমদার, ফোরা শুচি, মমতাজ মমতা, শাহজাহান কামাল ও সাজ্জাদ আলী।
অনুষ্ঠানটি স্পন্সর করেছেন ফাইনানশিয়াল অ্যাডভাইজার ও মরগেজ কনসালটেন্ট শফিক আহমেদ। পূর্ব নির্ধারিত সময় সন্ধ্যা ঠিক ৬:০০ টায় অনুষ্ঠান শুরু হয় এবং রাত ৯:৩০ মিনিটে সমাপ্তি টানা হয়। অনুষ্ঠানটির নির্বাচিত অংশ শীঘ্রই বাংলা টেলিভিশন কানাডা’র দর্শকদের জন্য ব্রডকাষ্ট করা হবে।
সুরের ধারা সিরিজের অনুষ্ঠানগুলো সবসময় সংগীতপ্রেমিদের জন্য উন্মুক্ত। “সুরের ধারা - ০৫” সফল করতে নেপথ্যে যে বন্ধুরা সাহস জুগিয়েছেন, যেসব শিল্পীরা গান গেয়েছেন, যন্ত্রসঙ্গত করেছেন এবং যাঁরা শ্রোতা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - সবার কাছে বাংলা টেলিভিশন কানাডা কৃতজ্ঞ। "ভাল গান, তৃপ্ত শ্রোতা, শুদ্ধ সংস্কৃতি, বাংলা টিভি’র প্রতিশ্রুতি" -এই লক্ষে পথ চলায় আমরা সবার সহযোগিতা কামনা করছি। সংগীতের চর্চ্চা ও বিকাশে যাঁরা সহমত পোষণ করেন, বাংলা টেলিভিশন কানাডা তাঁদের সাথে একযোগে কাজ করবে। সাংস্কৃতিক সুস্থতা বিনির্মাণে আমরা সকলের সাহায্য প্রার্থণা করি।