বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হুসেনের বানানো কেক দিয়ে গত এপ্রিলে ৯০তম জন্মদিন উদযাপন করেছিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। আর মুসলমান বলে ট্রেনে সেই নাদিয়ার পাশে বসতে অস্বীকৃতি জানালেন ব্রিটেনের এক ব্যক্তি।
ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত রন্ধনশিল্পী নাদিয়া হুসেনের সঙ্গে বর্ণবাদী এ আচরণ ঘটে গত বুধবার। নিজের টুইটারে তার এ তিক্ত অভিজ্ঞাতার কথা জানান নাদিয়া।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।
নাদিয়া জানান, ট্রেনে তার পাশে বসতে অস্বীকৃতি জানান অভিযুক্ত ব্যক্তি। লোকটি তাকে উদ্দেশ্য করে বলে, ‘আমি একজন মুসলমানের পাশে বসব না।’
৩১ বছরের নাদিয়া ব্রিটিশ টেলিভিশনে কেক ও অন্যান্য খাবার বেক করার প্রতিযোগিতা "গ্রেট ব্রিটিশ বেক অফ"-এ বিজয়ী হন। এরপর থেকেই তিনি ব্রিটিশ সমাজে অত্যন্ত সুপরিচিত মুখ। ব্রিটিশ বেকিং অনুষ্ঠানে বিজয়ী হওয়ার পর থেকে নাদিয়া লেখালেখি করেন এবং টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপন করেন। নাদিয়া এর আগেও বর্ণবাদী হামলা নিয়ে লিখেছেন।
ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি নাদিয়া হুসেনের মুখপাত্র।
বিডি-প্রতিদিন/এস আহমেদ