স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কণ্ঠযোদ্ধা রথীনন্দ্রনাথ রায় এবং শহীদ হাসানকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আমেরিকার নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধারা বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছেন।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) প্রবাসী মুক্তিযোদ্ধাদের এক সমাবেশের আয়োজন করা হয়।সেখানেই এই দুই মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের পরামর্শক জেনারেল শামীম আহসান।
মিলনায়তনে স্থাপিত প্রতীকী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর শহীদ সহযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হয়। সমাবেশে একাত্তরের স্মৃতি জাগানিয়া সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় বিশিষ্ট শিল্পীরা।
বিজয় দিবসের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এ সমাবেশ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. এম এ বাতেন। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি রাশেদ আহমেদ। আলোচনায় অংশ নেন মোহসিন মিয়া বীর প্রতিক, মুক্তিযোদ্ধা রেজাউল বারী, খুরশীদ আনোয়ার বাবলু, কমান্ডার নুরন্নবী, গোলাম মুস্তফা খান মিরাজ প্রমুখ ।
প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলেছে। এগিয়ে চলার গতিকে ত্বরান্বিত করতে বিজয় দিবস জাতিকে উৎসাহ জোগাচ্ছে।
অপর বক্তারা বলেন, আজকের এই দিন বাংলাদেশ পৃথিবীর বুকে স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে জন্ম নিয়েছিল। তবে বাংলাদেশ স্বাধীন হলেও এখনো একাত্তরের পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আশার কথা হলো বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে এবং এতে দেশ দায়মুক্তির পথে হাঁটছে।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা