বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধু মার্কিন চলচ্চিত্র নির্মাতা লেয়ার লেভিনকে বিশেষ সম্মাননা দিচ্ছে কানাডা প্রবাসী বাংলাদেশিরা। টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এই সম্মাননা প্রদান উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী কাল রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বরেণ্য এই ব্যক্তিকে সম্মান জানানো হবে।
মার্কিন চলচ্চিত্র নির্মাতা লেয়ার লেভিন ১৯৭১ সালে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর নির্মম গণহত্যার ফুটেজ ধারণ করেন। তার গৃহীত ফুটেজ ব্যবহার করেই পরবর্তীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্র নির্মিত হয়।
চলচ্চিত্র নির্মাতা লেয়ার লেভিন গতকাল স্ত্রীসহ টরন্টো এসে পৌঁছেছেন। টরন্টো ফিল্ম ফোরামের আহ্বায়ক এনায়েত করীম বাবুলের নেতৃত্বে ফোরামের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। আজ শনিবার সন্ধ্যায় তার সম্মানে নৈশভোজের আয়োজন করেছে টরন্টো ফিল্ম ফোরাম। এতে কমিউনিটির চলচ্চিত্র বোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।
টরন্টো ফিল্ম ফোরাম জানায়, লেয়ার লেভিনের সম্মানে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রবিবার দুপুর ২টায়। বাঙালি অধ্যূষিত ডেনফোর্থ সংলগ্ন ৯ ডজ রোডের রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলের মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হবে সুখদেব পরিচালিত ‘নাইন মানথ টু ফ্রিডম’ ও জহির রায়হান পরিচালিত ‘স্টপ জেনোসাইড’ ছবি দুটি।এরপর প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি ছেলে-মেয়েদের সাথে মতবিনিময় করবেন লেয়ার লেভিন। এই সময় তিনি মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দেবেন।
বিকেল সাড়ে চারটা থেকে লেয়ার লেভিন মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। এরপর মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন চলচ্চিত্রের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হবে। বিকেল ৫টায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু লেয়ার লেভিনকে সম্মাননা জানানো হবে। সন্ধ্যায় তারিক মাসুদ ও ক্যাথরিন মাসুদের পরিচালিত ‘মাটির ময়না’ এবং লেয়ার লেভিনের সিনেমাটোগ্রাফি দেখানো হবে। সবশেষে থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই প্রসঙ্গে টরন্টো ফিল্ম ফোরামের আহ্বায়ক এনায়েত করীম বাবুল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়কার নৃসংশতার দুষ্প্রাপ্য অনেক ফুটেজ ধারণ করেছেন লেয়ার লেভিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে এই ফুটেজগুলো অবিস্মরণীয় ভূমিকা রেখেছে। এনায়েত করীম বলেন, মুক্তিযুদ্ধে লেয়ার লেভিনের ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি টরন্টো প্রবাসী বাংলাদেশিদের এই অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের অকৃত্রিম এই বন্ধুর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ