বিজয়ের ৪৫তম বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি মালয়েশিয়া শাখা। রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি শহীদ উল্যাহ শহীদ।
মালয়েশিয়া বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারন সম্পাদক মো. আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিন, মালয়েশিয়া শ্রমিক দল সভাপতি জোবায়েত হোসেন লিমন, সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ, জালান পুত্রা শাখা বিএনপি সভাপতি আজাদুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল হোসেন, তরুন প্রজন্ম দল সভাপতি জোসেবুল আলম বিপ্লব ও ছাত্রদল সাধারণ সম্পাদক গাজী রিয়াদ।
সভাপতির সমাপনি বক্তব্যে শহীদ উল্যাহ শহীদ বলেন, ''বিজয়ের ৪৫ বছর এখন শুধু খাতা-কলম আর বক্তব্যের মাঝেই সীমাবদ্ধ। বাংলাদেশের মানুষের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে বর্তমান অবৈধ সরকার। তাই আজকের এই দিনের শপথ হোক অবৈধ হাসিনা সরকার হটিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার।''
এসময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি মিজানুর রহ্মান, সাধারন সম্পাদক মো. মিন্টু সরকার, মো. সেলিম, মো. জসিম, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক দল সহ-সাধারণ সম্পাদক মোকাদ্দেস খান, সহ-কোষাধ্যক্ষ মো. আলা উদ্দিন, চান্দিনা উপজেলা জিসাস সাধারণ সম্পাদক মো. আনোয়ার পারভেজ, বিএনপি নেতা মো. শাহজাহান, জহির, আরিফ, আব্দুল আজিজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ