ইতালিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রোম মহানগর বিএনপি। রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রোম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন এবং সদস্য আবুল বাশারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী আ. রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাছির উদ্দীন, সহ-সভাপতি আনিমুর রহমান সালাম, হাসানুজ্জামান কামরুল, ইমদাদুল হক মৃধা, অ্যাডভোকেট কামরুজ্জামান, ফিরোজ খান, কাদের বেপারী।
প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের ও বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক রায়হান মোল্লা,আল আমিন বিশ্বাস, প্রচার সম্পাদক মৃধা শহীদুল ইসলাম, রোম মহানগরের সদস্য রানা মোল্লাসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ