মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে জেদ্দাস্থ বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতি। সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আক্কাস মিঞার সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক আমির মো. ফিরোজের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান পৃষ্টপোষক আলহাজ আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা একেএম শাজাহান সিরাজি, উপদেষ্টা ওয়াজিউল্লাহ, এস এম সেলিম রেজা, কাশেম মজুমদার, মোহাম্মদ শাহজাহান,লক্ষ্মীপুর সমিতির সভাপতি আবুল বাশার ইসলাম, মামুনুর রহমান, লক্ষ্মীপুর সমিতির সাধারণ সম্পাদক রৌশন জামিল শিপু, মোহাম্মদ আবুল খায়ের, একেএম শাহআলম, বাহার উদ্দিন বকুল, আনোয়ার হোসেন রাজু, মনির হোসেন, ইঞ্জিনিয়ার হেদায়েত, শাহাবুদ্দিন, খোরশেদ আলম, আনোয়ার হোসেন, আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিজয় দিবসের আলোচনার পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা এবং নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। পরে মুসলিম বিশ্বের সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার