১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপন করেছে জার্মান আওয়ামী লীগ। এ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রাঙ্কফোর্টের স্থানীয় একটি হল রুমে জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বাদলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আমিনুর রহমান খসরু, শ্রী আশুতোস বনিক, সহ সভাপতি মো. ইউনুস খান, এস এম জাহাঙ্গীর আকবর, আতিকুর রহমানসহ আরো অনেকে।
এ সময় শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, জার্মান আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। কোন ষড়যন্ত্রকারীর স্থান জার্মান আওয়ামী লীগে হবে না। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের প্রসংশা করে তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এজন্য পূর্বের ন্যায় প্রবাসীদের কাজ করতে হবে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ