সৌদি আরবের উত্তরাঞ্চলীয় নগরী আল রাফহায় যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মোঃ ইকবাল হোসেন সরকার সঞ্চালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল রাফহা যুবলীগের সভাপতি একেএম শামছুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল রাফহা যুবলীগের প্রধান উপদেষ্টা আব্দুলহাই মাস্টার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুলইসলাম (আমিন), সহ সভাপতি জয়নাল আবেদিন সরকার, যুগ্ম সম্পাদক নুরুল আজিম ওইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক রাকিবুল্লাহ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। যৌথভাবে কোরআনতেলাওয়াত করেন বাংলাদেশের নাগরিক দিদারুল ইসলাম ও সৌদি নাগরিক খালেদ হামদান। এরপর সকলের সম্মিলিত উপস্থাপনায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাহজাহান, সোহেল রানা, কায়েস, মোঃ ফয়সাল, শাহাদাত হোসেন, আলী আজম জুয়েল, সুলতান আহম্মদ, আলম ভুঁইয়াসহ আরো অনেকে।