৪৫ তম মহান বিজয় দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দা শাখা। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) রাতে জেদ্দাস্থ দেয়ানী বিলাতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট মাহমুদ হাসান শামিম।
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার সভাপতি মার্শাল কবির পান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোরবান আলী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী পরিষদ জেদ্দার সভাপতি কাজী নওফেল আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সভাপতি কাজী আমিন আহমেদ, ফ্রেন্ডস বাংলাদেশ জেদ্দার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ, শ্রমিকলীগ জেদ্দার সভাপতি হুমায়ুন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ জেদ্দার সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফজলুল হক ভিক, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উপদেষ্টা মঈন উদ্দিন ভুইঁয়া, হারুনুর রশিদ, মোহাম্মদ ইসমাইল হোসেন,ওয়াজিউল্লাহ, আবুল কালাম আজাদ, আজিজুর রহমান, জিয়াউল হক জিয়া, ইসতিয়াক আহমেদ দুলাল, সোলায়মান সরদার রিপন, মাহমুদুল হক দুলাল, হাসান আলী, বেলায়েত সিকদার, মাজহারুল ইসলাম রাসেল, নূরজ্জামান, আবুবক্কর পারভেজ, মেজবাহ সিকদার, মীম ভূইয়া, রেজাউল করিম রিপন, জাকির হোসেন, জাকির হোসেন সরদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্বকে আরও অর্থবহ করতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা মধ্য দিয়ে সবাই মিলে একটি সেবামুখী, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার