বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রিয়াদ মহানগর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রিয়াদের পাক হাউজ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান তালুকদার ইমরান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, সৌদি আরব পুর্বাঞ্চল বিএনপির উপদেষ্টা জামাল আহমেদ চৌধুরী।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর বড় পর্দায় পদর্শন করা হয় জাতীয় ও দলীয় সংগীত। রিয়াদ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান কমল, কেন্দ্রীয় ওলামদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ, ড্যাবের সহ-সভাপতি ডাক্তার আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শরিফ আহমেদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন খান জামাল।
অন্যান্যের মাঝে পেশাজীবি পরিষদের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, ফেনী রামপুর নাছির মেমোরিয়াল কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান ভূঁইয়া, বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, প্রবাসী ঢাকা জেলা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তম চট্রগ্রাম, পিরোজপুর, নোয়াখালী, চাঁদপুর, বরিশাল, মুন্সীগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, সিলেট, বগুড়া, লক্ষীপুর জেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার