বিজয়ের ৪৫তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী শ্রদ্ধার ফুলে ঢেকে গেছে কয়েকদিন আগেই। শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাসী বাঙালিরা সেই একই দিন ক্ষণে ফিনল্যান্ডে বিজয় দিবস উদযাপন করেছে। গত সোমবার সন্ধ্যায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখা মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে।
ফিনল্যান্ড বিএনপির সাবেক ছাত্রনেতা গাজী সামসুল আলম ফিনল্যান্ডে বিএনপির কমিটির অচলাবস্থার প্রতি ইঙ্গিত করে বলেন, "আমরা নেতা হবার জন্যে বিএনপি করি না। আমরা বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই । তবে দলীয় কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে ফিনল্যান্ডে বিএনপির কমিটি এমন ব্যক্তিদের নেতৃত্বে গঠিত হওয়া উচিত যাদের ত্যাগ রয়েছে সংগঠনের জন্যে।"
আলোচনা সভায় নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্রপতি ও বিএনপির চেয়ারপারসনের বৈঠকে আমরা আশাবাদী, মহামান্য রাষ্ট্রপতি চলমান সংকট থেকে দেশের উত্তরণের জন্য নিঃসন্দেহে ফলপ্রসূ ভূমিকা পালন করবেন।
বিএনপির জেষ্ঠ নেতা আলাউদ্দিন মোহাম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফিনল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোকলেসুর রহমান, বদরুম মনির ফেরদৌস, নাজমুল হুদা মনি, আবদুল্লা আল আরিফ, তাপস খান প্রমুখ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মোস্তাক সরকার, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, নাজমুল হাসান, মীর সেলিম, মোঃ সাইফুর রহমান, ফাহমিদ উস সালেহীন, মনোয়ার পারভেজ, মোঃ সালাহউদ্দিন, জনি খান, মোঃ সামিউল আরেফিন, শায়খ আকবার হোসাইন, মোঃ ইউসুফ ইসলাম ভূইয়া, সাইদ আহমেদ, ফাহিম শাহরিয়ার, সামি-উর রাশেদীন, মীর ইসমাইল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১২