মালয়েশিয়ায় একইদিন, একইস্থানে অনুষ্ঠিত হল ৩০ দম্পতির শুভবিবাহ অনুষ্ঠান। আজ শনিবার এমনই এক ব্যতিক্রমী বিয়ের আয়োজনে সহযোগিতা করে, ইপো রাজ্যের মসজিদ সুলতান ইদ্রিস শাহ মসজিদ কমিটি। কতৃপক্ষ জানায়, জেলমি আমির নুর উদ্দিন (২০) ও নুর আখিরা মোহাম্মদ রিজুয়ান নামের এক দম্পতির ইচ্ছাতেই এমন ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
নব দম্পতি নুর উদ্দিন ও আখিরা বলেন আমাদের বিয়েটাকে স্মরণীয় করে রাখার জন্যই এমন আয়োজনের মাধ্যমে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমরা, এভাবে বিয়ের ফলে সবার সাথে আমরাও আনন্দ শেয়ার করতে পারবো, সেই সাথে আমাদের বিয়ের খরচটাও কম লাগবে। আমরা টাকা নষ্ট করতে চাই না, ভবিষ্যতের জন্য জমা রাখতে চাই। এ বিয়ের মাধ্যমে আমাদের স্বপ্নপূরণ হয়েছে, সত্যি এটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আখিরা ।
এ বিয়ের জন্য প্রত্যেক দম্পতিকে ১২০০ রিঙ্গিত করে পে করতে হয়েছে এবং প্রত্যেক দম্পতি ৫০ জন করে আত্নীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে নিমন্ত্রণ করার অনুমতি ছিল ।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ