জঙ্গি ও সন্ত্রাসবাদ রোধ এবং ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে বন্ধে ইসলামী সম্মেলন সংস্থাকে (ওআইসি) অগ্রণী ভূমিকা পালন করতে হবে এমন অঙ্গীকারের মধ্যদিয়ে ২ দিনব্যাপী ওআইসিভুক্ত দেশের তথ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষ হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দফতরে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশসহ ৫৭টি মুসলিম দেশের তথ্য মন্ত্রীরা অংশ নেন। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সম্মেলনে অংশগ্রহণকারী তথ্যমন্ত্রীরা একটি বিষয়ে একমত হয়েছে যে পশ্চিমা বিশ্ব এবং ইহুদিরা ইসলামের বিরুধে অপপ্রচার চালাচ্ছে, তারা জঙ্গিবাদের সাথে ইসলামকে জড়িয়ে মুসলমানদেরকে একঘরে রাখার পায়তারা করা হচ্ছে। তাই এসব বিষয়ে মোকাবেলার জন্য সদস্যভুক্ত দেশগুলোকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব