মালয়েশিয়ায় প্রবাসী সিলেট বাসীর সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ১৭-১৮ পরিচালনা পরিষদ গত রবিবার কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠান ও নির্বাচনের মাধ্যমে নিযুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে সাধারণ সদস্যরা ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য মোহাম্মদ আক্তার মিয়া সভাপতি, আনোয়ার হোসেন সেলিম সম্পাদক, তোফায়েল আহমেদ সাংগঠনিক সম্পাদক ও জুনেদ আহমেদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় প্রবাসীদের সমস্যা সমাধানে মালয়েশিয়া জালালাবাদ এসোসিয়েশান প্রচেষ্টা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সঙ্গে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন জুনেদ আহমেদ, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন প্রমুখ। নির্বাচন পরিচালনা করেন মো: ফয়েজ উদ্দিন।