পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.) উপলক্ষে গতকাল মঙ্গলবার দুবাই ও উত্তর আমিরাত বৃহত্তর চট্টগ্রাম সমিতি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। শারজাস্থ একটি হোটেলে আয়োজিত মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নর-নারীর উপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আরশাদ হোসেন হীরু। সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমানের পরিচালনায় এতে মূল সারগর্ভ আলোচনা ও দেশ জাতি এবং বিশ্বশান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইসমাইল।
মাহফিলে আগত আলোচকরা বলেন, মানবতার হিতাকাঙ্ক্ষী রাসুল(স.) মানবতার মুক্তির জন্য কাজ করে গেছেন। প্রতিবেশি সকলের প্রতি তিনি ছিলেন বন্ধুভাবাপন্ন, অসহায়দের অভিভাবক, অধিনস্তদের প্রতি দয়াশীল হিসাবে তিনি আজীবন কল্যাণের ব্রত নিয়ে দিনাতিপাত করেছেন। তাঁর নির্দেশিত পথে আমরা উদার, সৎ, মহানুভব ও পরোপকারী হিসাবে নিজেদের গড়তে পারি। তার জীবনার্দশ লালন, ধারণ ও অনুশীলনের মাধ্যমে একটি শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব।
অন্যান্যদের মধ্যে আবু জাফর, অধ্যাপক এম এ ছবুর, সেলিম উদ্দিন চৌধুরী, নূরুল আবছার, আমির হোসেন, লায়ন নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন, নূরন্নবী রওশন, মো জাহাংগীর, আবুল কাশেম, মো. মোছলেমউদ্দিন, সিরাজদ্দৌল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মো. এনাম, মো. হোসেন, মো. হানিফ, আবু বক্কর, শহীদুল ইসলাম, বজল আহম্মদ, নূরুল আবছার খুলু, আবু তাহের ভুঁইয়া, হামিদ আলী প্রমুখের সার্বিক তত্বাবধানে গভীর রাতব্যাপী উপস্থিত প্রায় দেড় হাজার ধর্মপ্রাণ নর-নারীদের মাঝে তবরুক বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ