জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দেশের বাইরের কেন্দ্র বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, ৯৯.৬২শতাংশ পাস করেছে জেদ্দা কেন্দ্র থেকে। এবছর বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬ জন।
জেদ্দা কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৬৪ জন্য শিক্ষার্থী এর মধ্যে পাস করেছে ২৬৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৩০ জন।
জেদ্দা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান বলেন, আমরা ক্লাসে শতভাগ উপস্থিতির ব্যাপারে শিক্ষার্থীদের উৎসাহী করি। কারণ ক্লাসে নিয়মিত হলে পাস করা সহজ। তাছাড়াও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বছরে ৩টা সেমিস্টার পরীক্ষা নেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ