সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জাতীয় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবে যোগ দিয়ে দুবাইতে নিয়োজিত বাংলাদেশের কন্সাল জেনারেল এস. বদিরুজ্জামান বলেছেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শিক্ষা খাতে। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিন থেকে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া এই সরকারের অভূতপূর্ব সাফল্য।
স্কুলের শিক্ষার্থী ইমরান ও নাওয়াজার যৌথ সঞ্চালনায় ও স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন বাংলাদেশ কন্সুল্যাটের প্রথম সচিব শ্রম এ.কে.এম মিজানুর রহমান, প্রিন্সিপাল মোহাম্মদ হাবীবুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আক্তার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সোলেমান আব্দুল্লাহ সোলেমান, মোহাম্মদ জমির উদ্দিন, আব্দুল হক, ইঞ্জিনিয়ার জাকির, ইঞ্জিনিয়ার আক্তার, হাফেজ আসাদ আহাম্মেদ চৌধুরী, আব্দুল আলিম বাবু প্রমুখ।
দেশের বাইরেও বাংলাদেশ স্কুলে এক যোগে নতুন বই পৌঁছে দেয়ায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা