জাতিসংঘের গুরুত্বপূর্ণ কমিটি সমূহে বাংলাদেশের মতামত প্রাধান্য পাচ্ছে। নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশ অনুকরণীয় উদাহরণে পরিণত হয়েছে। ইংরেজি নতুন বছরেও সে ধারা অব্যাহত থাকবে।
নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এসব কথা বলেছেন।
জাতিসংঘের নতুন মহাসচিব এ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে মোমেন বলেন, নতুন মহাসচিব বাংলাদেশ সম্পর্কে ওয়াকিবহাল আছেন। তিনি জাতিসংঘের শরণার্থী-বিষয়ক প্রধান হিসেবে এর আগে বাংলাদেশ সফর করেছেন। মহাসচিবকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বার্তার জবাবে তিনি চমৎকার উত্তর দিয়েছেন। তাকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হবে এবং এই লক্ষ্যে মিশন কাজ করছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে ‘ক্লাব’ বলে অভিহিত করেন। এ ধরনের বক্তব্যে সদস্য বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে মোমেন বলেন, আমাদের নির্ধারিত নীতি আছে। এ নীতির ওপর ভর করে এগিয়ে যাব। বহুপক্ষীয় সম্পর্কের বিষয়ে বাংলাদেশ নিজস্ব অবস্থানে থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পথ দেখিয়ে গেছেন।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারসহ প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অটুট রেখেই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী বাংলাদেশ। সে লক্ষ্যেই কাজ চলছে।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা