স্বেচ্ছাসেবী সংগঠন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ২০১৭ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সদ্য বিদায়ী সভাপতি সাংবাদিক মোহাম্মদ আল-আমীন।
সংগঠনের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক নিয়মে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট দেন ফোরামের সদস্যরা ।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী ক্বারী মোহাম্মদ আব্দুল হাকিম, এনটিভির সৌদি আরব ব্যুরোচীফ ফারুক আহমেদ চান, বিশিষ্ট ব্যবসায়ী সাহবুদ্দিন ফরাজি, আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, যমুনা টিভির রিয়াদ প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন (দিদার), মাই টিভির রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন এবং কাজী আয়ুব আলী।
নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ফোরামের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নজরুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক পদে আব্দুল হালিম নিহন, সাংগঠনিক পদে সাইফুল ইসলামকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়।
পরে বিজয়ী নেতৃবৃন্দকে ফোরামের লগো সংবলিত ব্যাজ পড়িয়ে দেন ফোরামের সদ্য বিদায়ী সভাপতি সাংবাদিক মোহাম্মদ আল-আমীন।
নির্বাচনের পরপর ফোরামের মিটিং এ উপস্থিত সদস্যদের মতামতে, জেষ্ঠতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে অন্যান্য পদের জন্য সদস্য মনোনীত করার মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহন।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মদ রুবেল হোসেন (সিনিয়র সহ সভাপতি), সাজাহান সাজু (সহ সভাপতি), এম এইচ প্রিন্স আহমেদ (সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক), ইশতিয়াক হোসাইন তামিম (যুগ্ম সাধারণ সম্পাদক), শাহাদাৎ নিরব (সহ সাংগঠনিক সম্পাদক), ওয়াসিম আকরাম (দফতর সম্পাদক), সোহেল খান (সহ দফতর সম্পাদক), সোহেল আলম (অর্থ সম্পাদক), রুবেল মিয়া (সহ অর্থ সম্পাদক), সরিফুল ইসলাম স্বপন (প্রচার সম্পাদক), মাসুদ পারভেজ (সহ প্রচার সম্পাদক), ওমর তালুকদার (ধর্ম সম্পাদক), রাজু (সহ ধর্ম সম্পাদক), আবছার (সাংস্কৃতিক সম্পাদক), সুমন আহমেদ (সহ সাংস্কৃতিক সম্পাদক), সাদ্দাম হোসেন (তথ্য প্রযুক্তি সম্পাদক), মিঠু (সহ তথ্যপ্রযুক্তি সম্পাদক), জাহিদ রবিন (আন্তর্জাতিক সম্পাদক), মিসু জামান (সহ আন্তর্জাতিক সম্পাদক), রুবেল মিয়াঁ (ক্রীড়া সম্পাদক), ফকির আলামিন (সহ ক্রীড়া সম্পাদক) এ আরিফ মৃধা (সমাজ কল্যাণ সম্পাদক), মোহাম্মদ ইয়াসিন (সহ সমাজ কল্যাণ সম্পাদক) এবং মিজান আলমগির (আপ্যায়ন বিসয়ক সম্পাদক )।
পরে নব নির্বাচিত কমিটির উদ্দেশ্যে নির্বাচন কমিশনাররা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম খুব কম সময়ের মধ্যে তাদের দক্ষতা আর অ্যাক্টিভিটির মাধ্যমে সৌদি আরবসহ অন্যান্য দেশেও তাদের জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। ফোরামের সদস্যরা যেভাবে মিলে মিশে প্রবাসীদের পাশাপাশি দেশের অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সেটি সত্যি প্রশংসনীয়। নির্দলীয়ভাবে আরো অনেক বেশি প্রবাসীদের কথা, দেশের কথা প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে তুলে ধরে এগিয়ে জাওয়ার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৭/হিমেল