ইতালি আওয়ামী লীগে সম্মেলনের হাওয়া বইছে। ইতালি আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলের সুইজারল্যান্ড সফরে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত শেষে ইতালিতে এক মূল্যায়ন সভায় এরকমই ইঙ্গিত দিয়েছেন।
সংগঠনের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এ সভায় নির্দিষ্ট কোন এজেন্ডা ভিত্তিক না থাকলেও উপস্থিত সকলে দু একটি বিষয়ে আলোচনার চেষ্টা করেন। এরমধ্যে ইতালি আওয়ামী লীগের সম্মেলন ও সুইস সফরের উপরে ধন্যবাদ জানানো হয়। এছাড়া বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ ইদ্রিস ফরাজী ও হাসান ইকবালের নেতৃত্বে বর্নাঢ্য সম্মেলনের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতি ও সাধারণ সম্পাদ তাদের বক্তৃতায় সুষ্পষ্টভাবে জানিয়ে দেন সম্মেলন একটি গতানুগতিক নিয়ম সুতরাং দলে নতুন নেতৃত্ব তৈরী এবং দলকে গতিশীল করতে হলে সম্মেলনের কোন বিকল্প নেই। তাই আমরা সম্মেলনের তারিখ ঘোষণা করব। এ দিকে ইতালি যুবলীগসহ কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কাউন্সিলেরও জোর দাবি উঠেছে।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/হিমেল