বাংলাদেশের সব চলচ্চিত্র বাণিজ্যিক ভাবে প্রদর্শনী জন্য দেশের বাইরে সবচেয়ে বড় বাজার হবে মধ্যপ্রাচ্য। শিগগিরই বাণিজ্যিক ভাবে প্রদশর্নীর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দ্বার খুলছে বাংলা চলচ্চিত্রের। সর্বাধুনিক মাল্টিপ্লেক্স চেইন, 'ভক্স সিনেমাস' এখন থেকে নিয়মিতভাবে বাংলাদেশের সব সিনেমা বাণিজ্যিকভাবে মুক্তি দেবে। এ তথ্য নিশ্চিত করেন স্বপ্ন স্কেয়ারক্রোরের চেয়ারম্যান সজীব সপ্তক।
'স্বপ্ন স্কেয়ারক্রো ইউএই' এর যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে বাংলা চলচ্চিত্র নিয়ে বিশ্ববাজার দখলের পথে সত্যিই একটি অনন্য পদক্ষেপ উল্লেখ করে সজীব সপ্তক জানান, প্রাথমিকভাবে আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ/আজমান, ফুজেইরাহ, ওমান এর মাস্কট, কাতারের দোহা শহরে অবস্থিত 'ভক্স' এর ৬ টি হলে সিনেমা মুক্তি দেয়া হবে। পর্যায়ক্রমে এটি প্রসারিত করা হবে।
শুক্রবার বাংলাদেশ প্রতিদিন'কে তিনি বলেন, 'মধ্যপ্রাচ্যে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর জন্য যাবতীয় অনুমোদন আমরা পেয়েছি। তবে ইউএইতে বাংলা চলচ্চিত্র দেখাতে হলে 'আরবি সাবটাইটেল' লাগবে। যদি আমাদের পরবর্তী সিনেমার প্রযোজক তা এরেঞ্জ করতে পারেন, তাহলে 'প্রেমী ও প্রেমী' দিয়েই ইউএইতে যাত্রা শুরু হবে বাংলা চলচ্চিত্রের। সিনেমাটি ১৭ ফেব্রুয়ারি রিলিজ হবার কথা রয়েছে।"
মূলত ফার্মেসি নিয়ে পড়াশোনা করা সজীব সপ্তকের রয়েছে বাংলা চলচ্চিত্র নিয়ে বিশেষ আগ্রহ। প্রায় দুই বছর আগে থেকে তিনি বাংলা চলচ্চিত্রকে কানাডার প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শনের ব্যবস্থা করার জন্য ভাবনা শুরু করেন। এরই আলোকে সেখানে চারটি বাংলা চলচ্চিত্র প্রদর্শনে সক্ষম হন এবং সুদূরপ্রসারী চিন্তা ফলাফল স্বরূপ তার হাত ধরে এবার মধ্যপ্রাচ্যে দ্বার খুলছে বাংলা চলচ্চিত্রের।
তিনি জানান, 'কানাডা দিয়েই আমাদের শুরু। পৃথিবীতে আমরাই প্রথম, 'কোন ১টা সিনেমা হল/অডিটোরিয়াম ভাড়া করে ২/৪ টা শো আয়োজন করে। নিজেরা টিকেট বিক্রি করে বাংলা চলচ্চিত্র দেখানো'র বাইরে গিয়ে প্রথম ভেবেছি। তাই আজকে কানাডার বক্স অফিসে বাংলা চলচ্চিত্রের বলার মত একটা অবস্থান হয়েছে। আনন্দের খবর এই, কানাডার পর এবার আমেরিকার সাথে সাথে আরব আমিরাত, কাতার এবং ওমানেও শুরু হচ্ছে নিয়মিতভাবে বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক প্রদর্শন।'
এছাড়া সিনেমা হলে গিয়ে বাংলা চলচ্চিত্র উপভোগ করার জন্য তিনি মধ্যপ্রাচ্যের সংস্কৃতিপ্রেমীদের প্রতি আহ্বান জানান। 'Release of Bangla Movies in UAE-Qatar-Oman' এই নামে ফেসবুকে একটি পেজ রয়েছে উল্লেখ করে তিনি জানান, ওই পেইজ থেকে দর্শকেরা মধ্যপ্রাচ্যে বাংলা চলচ্চিত্রের প্রদর্শনী সংক্রান্ত সব খবরাখবর জানতে পারবেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/হিমেল