বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা বাংলা শাখার জন্য নিজস্ব জমি ক্রয় ও ভবন নির্মাণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমানের পরিচালনায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মার্শেল কবির পান্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে সফররত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ। প্রধান অতিথি তার বক্তৃতায় বিদ্যালয়ের জন্য জমি ক্রয় এবং ভবন নির্মাণে সহায়তার জন্য বাংলাদেশ সরকার আগামী বাজেটে বরাদ্ধ রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, স্কুল পরিচালনা পরিষদের ভাইস-চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদ, বীরমুক্তিযুদ্ধা মঈন উদ্দিন ভুইয়া, ইউসুফ মাহমুদ ফরাজি, শাহবুদ্দিনসহ স্কুলের শিক্ষক শিক্ষীকা ছাত্র ছাত্রী কর্মচারীবৃন্দ ও জেদ্দা কমিনিউটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব