নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেছেন, ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভাষণেই মুক্তিযুদ্ধের পুরো দিক-নির্দেশনা ছিল। ওই ভাষণই ছিল সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষণা।
৭ মার্চ স্মরণে নিউইয়র্ক নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আয়োজিত আলোচনা সভায় সভাপতির সমাপনী বক্তব্যে জাকারিয়া চৌধুরী এসব কথা বলেন। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ মঙ্গলবার সন্ধ্যায় ওই সভার আয়োজন করে।
তিনি আরও বলেন, অবিস্মরণীয় ১২০০ শব্দের সেই বক্তব্য দেয়ার পরিবেশ তৈরি করতে বঙ্গবন্ধুকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। জেল-জুলুম খাটতে হয়েছে বহু বছর। মুক্তিপাগল বাঙালিরা পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অপেক্ষায় ছিলেন এবং ৭ মার্চ সে ডাকই পেয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর কাছে থেকে।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শিবলী সাদিক শিবলু, আশরাফ আলী খান লিটন, শাহ আলম প্রমুখ।
বক্তারা দাবি করেন, বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্যে একাত্তরের পরাজিত শক্তির দোসর বিএনপির কিছু লোক মরিয়া হয়ে উঠেছে। এই প্রবাসেও জামাত-শিবিরের সহায়তায় বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এমন ষড়যন্ত্রে লিপ্তদের ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকতে হবে।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৭/ফারজানা