ফ্রান্সে বসবাসরত রুহুল আমিন নামের এক প্রবাসী বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে নিজ বাসায় ফেরার সময় আফ্রিকান নিগ্রো নাগরিক রুহুল আমিনকে গুলি করে।
রুহুল আমিনের বাড়ি সিলেটের ছাতকে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এর আগেও ফ্রান্সে একাধিকবার বাংলাদেশিরা ছিনতাই ও আক্রমণের শিকার হয়েছেন। তবে কমিউনিটি থেকে জোরালো কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ ঘটনার পর থেকে এলাকাটিতে বসবাসকারীরা বাংলাদেশিরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাংলাদেশি প্রবাসী অভিযোগ করে বলেছেন, প্রায় ৫০ হাজার বাংলাদেশির কমিউনিটির শতাধিক সংগঠন নানা প্রতিশ্রুতি দিলেও প্রয়োজনের সময় কাউকেই পাওয়া যায় না। কমিউনিটি নেতা আছেন ঠিকই কিন্তু এসব সমস্যায় কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য যেন কেউ নেই।
বিডি প্রতিদিন/১০ মার্চ, ২০১৭/ফারজানা