জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, সম্পূর্ণ নির্মূলই হতে পারে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধের একমাত্র পূর্ণ নিশ্চয়তা। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশ এ বছরের ৭ জুলাই গৃহীত পারমাণবিক অস্ত্র-নিরোধ চুক্তি সমর্থন করেছে। পাশাপাশি সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে প্রথম গ্রুপে থেকে গত সপ্তাহে এ চুক্তি স্বাক্ষর করেছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য পালিত আন্তর্জাতিক দিবসের স্মরণ ও প্রচারের লক্ষ্যে গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্লেনারি সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আরও বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের উপর সামগ্রিক আলোচনার জন্য ২০১৮ সালের মধ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের একটি সম্মেলন আহ্বানের বিষয়টিকে বাংলাদেশ সমর্থন করে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা