রবিবার কুয়ালালামপুরের বুকিত বিনতাং স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে পালিত হল 'ভলান্টিয়ার বাংলাদেশ' এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।
মোহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভি'র মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, প্রবাসী দিগন্ত ডটকম নির্বাহী সম্পাদক কাজী আশরাফুল ইসলাম ও আমরা প্রবাসী যুব সংঘ সভাপতি হারুন অর রশিদ মিয়াজী।
এসময় আরো উপস্থিত ছিলেন ভলান্টিয়ার বাংলাদেশ সদস্য বেলাল খান, জাহিদ মোঃ জাহিদুল ইসলাম, রায়হান হোসাইন, মোস্তফা, শাওন দত্ত, সাগর কুমার, ইমাম হোসাইন, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, ইমরান, মিঠু, সায়েম, আশিকুর রহমান, আজমল হোসাইন, এ আর পিয়াস সহ আরো অনেকেই।
উল্লেখ্য ''ভলান্টিয়ার বাংলাদেশ" মানুষের সেবায় নিবেদিত একটি সংগঠন। এই সগঠনের মূল উদ্দেশ্য দেশব্যাপী স্বেচ্ছাসেবীদের একটি বৃহত্তর নেটওয়ার্ক তৈরী করা। যাতে করে সারাদেশের মানুষকে সেবার আওতায় নিয়ে আসা যায়।
চলতি বছর এক লাখ রক্তদাতার ডাটা সংগ্রহের জন্য কাজ করছে ভলান্টিয়ার বাংলাদেশ। যাতে করে রক্তের প্রয়োজনে বিপদগ্রস্থ মানুষেরা রক্তের চাহিদা পূরণ করতে পারে। সম্পূর্ণ বিনামূল্যে যেমন রক্ত পাওয়া যাবে তেমনি বিনা খরচে পাওয়া যাবে এই সেবা। এই কার্যক্রম সফল করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাবহার করে তৈরি করা হয়েছে একটি মোবাইল apps যার নাম Blood Friend.
উল্লেখ্য ভলান্টিয়ার বাংলাদেশ ২০১২ সালের ৫ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে।
স্থানীয় সংগঠনের সহযোগিতায় সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। স্থানীয় সংগঠনকে পরিচিতি করিয়ে সেবা নিশ্চিত করাই 'ভলান্টিয়ার বাংলাদেশ' এর অন্যতম লক্ষ্য।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন