বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখার সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ এনে সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী গণপদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের কমিটি থেকে পদত্যাগ করেন তারা।
যুবলীগ নেতা কাজী আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দেন সংগঠনের উপদেষ্টা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম তালুকদার বাবু।
এতে অন্যান্য'র মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সেলিম রেজা, শেখ জয়নাল, মনির হোসেন, সাবের আহমদ, মো. মঞ্জু, হাসান শিকদার, আকবর হোসেন, আতিকুল মাওলা মিঠু, আনোয়ার হোসেন মামুন প্রমুখ।
পদত্যাগী নেতাকর্মীরা বলেন, বিগত সাতবছর এ সংগঠনের সাথে যুক্ত ছিলাম। কিন্তু তারা জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিও পালন করতে পারেননি। তাই আমরা পদত্যাগ করছি।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/এনায়েত করিম