টেক্সাসের হিউস্টন সিটির মেয়রের সাথে সাক্ষাৎ করেছেন ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকার (ফোবানা) নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান।
২৪ অক্টোবর মেয়রের অফিসে এই দুই নেতার সাক্ষাৎ ঘটে। এসময় ফোবানা এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি শাহ হালিম এবং মিড কন্টিনেন্টাল বাংলাদেশ এসোসিয়েশনের নেতা রবিউল করিম বেলালও ছিলেন।
ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান সিটি মেয়র সিলভেস্টার টার্নারকে সম্মানসূচক ফোবানা পিন পরিয়ে দেন। সিটি মেয়র সিলভেস্টার টার্নার ফোবানা চেয়ারম্যানকে হিউস্টন সিটির পিন পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাতে উভয় নেতা কম্যুনিটির সার্বিক কল্যাণে পরস্পরের সহযোগী হয়ে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।সিটি মেয়র তার এলাকার বাংলাদেশিদের কর্মনিষ্ঠার প্রশংসা করেন।
উল্লেখ্য যে, গত ৬-৮ অক্টোবর ফ্লোরিডার মায়ামী সিটিতে অনুষ্ঠিত ফোবানার ৩১তম বাংলাদেশ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী সারা আমেরিকায় সফর করছেন ফোবানার চেয়ারম্যান ও বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান।
সিটি, অঙ্গরাজ্য এবং ফেডারেল প্রশাসনের সাথে কম্যুনিটির সম্পর্ক আরো জোরদারকল্পে ফোবানার নেতারা তৎপর হয়েছেন। টেক্সাসের পর তারা জর্জিয়া, মিশিগান, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়া প্রভৃতি অঙ্গরাজ্য ভ্রমণ করবেন।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৭/ফারজানা