আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে এর কার্যক্রমকে ইতালিব্যাপী বেগবান করার লক্ষ্যে বিভিন্ন শহরের কমিটি ঢেলে সাজানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতালির গ্রোসেত্ত আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২রা নভেম্বর) রোমে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ওইদিন সকালে গ্রোসেত্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কার্যকারী কমিটির প্রায় ৪০ জনের একটি প্রতিনিধি দল প্রধান কার্যালয়ে আসেন। গ্রোসেত্ত আওয়ামী লীগের সভাপতি পদে আহ্বায়ক মাহাবুব রহমান ছৈয়ালকে সভাপতি এবং যুগ্ম আহ্বায়ক এমডি রাসেল নূরকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। কমিটি অনুমোদন দেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুসহ আরও অনেকে। আগামী দিনে ঐক্যবদ্ধ শক্তিশালী আওয়ামী লীগ গঠনে গ্রোসেত্ত আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম