জেল হত্যা দিবস (৩ নভেম্বর) উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আদর্শকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে। যদি ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ড না ঘটতো তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার সঠিক দিক নির্দেশনার কারণে বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্রে পরিগণিত হয়েছে। ১৫ আগস্টের হত্যাকারীরা ৩ নভেম্বরের জাতীয় চার নেতা হত্যাকাণ্ডেরও ঘাতক। এই ঘাতকদের দোসররা আজও বাংলাদেশের বিরুদ্ধে ষডযন্ত্রে লিপ্ত। এই দোসরদের আশ্রয় প্রশ্রয় দাতাদের অন্যতম বিএনপি জামাতের বিরুদ্ধে দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ ধারণ করে আমাদের জাতি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, আবদুল আল জাহিদ, ফাহমিদ আল মাহিদ, ডা. সানন্দা, কোহিনূর মুকুল, সোমা সিদ্দিকা, আহসান উজ্জামান, রিয়াজুল আহমেদ, রিয়াদ হোসেন, অভিক হোসেন, সুমন দেবনাথ, ডেনমার্ক যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল, সাধারণ সম্পাদক আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম