ঢাকা থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে কক্সবাজার যাওয়া ও আসার পথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় বিক্ষুব্ধ কাতারস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের রাজধানীর অদূরে সেন্ট্রাল মার্কেটের মিষ্টি মেলা রেস্টুরেন্টে শুক্রবার রাতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ফরহাদ হোসেন মানিকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নিউ সানাইয়া ধানসিড়ি বিএনপি’র সভাপতি মোকাররম আলী চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার ধানসিড়ি-বিএনপির আহ্বায়ক মো: শহীদুল হক।
বিশেষ অতিথি ছিলেন ধানসিড়ি বিএনপি’র সাবেক সভাপতি মো: আবু সায়েদ,সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পেয়ার মোহাম্মদ, সদস্য সচিব শরীফুল হক সাজু, যুগ্ম-আহ্বায়ক মকবুল হোসেন, মেজবাউল করিম বাবলা ও সিনিয়র সদস্য অধ্যাপক এ.কে.এম. আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান