মোস্তাক গংরাই জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে,তাদের হত্যা করে আওয়ামী লীগকে নির্মূল করতে চেয়েছিলো।কিন্তু খুনিরা ব্যর্থ হয়েছে। আজ দেশের ষোল কোটি মানুষ প্রাণভরে জাতির জনক ও জাতীয় চার নেতাকে পরম শ্রদ্ধার সাথে স্বরণ করছে।।
শনিবার সন্ধ্যায় মালয়েশিয়া আওয়ামী লীগ আহবায়ক কমিটি আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব মন্তব্য করেন।
কুয়ালালামপুর বুকিত বিনতাং হোটেল সলিলের বলরুমে মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম. রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান রাজনীতিবিদ মাহমুদ বিন আহমদ।
শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল হোসাইন নাসির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার, অহীদুর রহমান অহীদ, জসিম উদ্দিন চৌধুরী, আবদুল হামিদ জাকারিয়া, হাবিবুর রহমান হাবিব, এ কামাল চৌধুরী,ও সাংবাদিক গৌতম রায় প্রমুখ।
সভায় প্রধান বক্তা জামিল হোসাইন নাসির বলেন, খন্দকার মোস্তাক গং জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নির্মূল করতে চেয়েছিলো।কিন্তু খুনিরা ব্যর্থ হয়েছে।আজ দেশের ষোল কোটি মানুষ প্রাণভরে জাতির জনক ও জাতীয় চার নেতাকে পরম শ্রদ্ধার সাথে স্বরণ করছে।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার,জাতীয় চার নেতার আত্নার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান