ইতালী আওয়ামী লীগের ভারেজ শাখা কমিটি গঠন করা হয়েছে। ইতালী আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভেনিস, মিলান, তরিনো সফরকালে ভারেজ শাখা কমিটি অনুমোদন দিয়েছে।
মিলানে সফরকালে ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো. হাজী ইদ্রিস ফরাজি ,সাধারণ সম্পাদক হাসান ইকবাল এই কমিটি অনুমোদন দেন। এসময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি আ. রব ফকির, যুগ্ম সম্পাদক এম. এ. রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান। এক প্রতিনিধি দল ভারেজ শাখার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি তুলে দেন ভারেজ শাখার নব নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সুলতান শরীফ, বিশিষ্ট আওয়ামী লীগ ব্যক্তিত্ব কবিরুল আলম হাতে।
এসময় আরও উপস্থিত ছিলেন, লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, বীর মুক্তিযোদ্ধা কাজী নেছার উদ্দিন, যুগ্ম-সম্পাদক মোহাম্মাদ হানিফ শিপন, জামিল আহমেদ, লুৎফর রহমান, তুহিন মাহামুদ, সাংগঠনিক আরফান শিকদার, শেখ সাঈদ, প্রচার সম্পাদক জাকির হোসেন মামুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার হোসেন, মিলান মহানগর সভাপতি খান রহমান, মন্জুর হোসেন সাগর, যুবলীগ সভাপতি খান মামুন, সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ খান তপু বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শ্রমিক লীগ মুনছুর খালাসীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
মিলান সেন্ট্রাল স্টেশনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন লোম্বারদিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৭/আরাফাত