শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক। লাল সবুজ পতাকায় জড়িয়ে দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানোর পর তাকে কানাডার অটোয়ায় সমাহিত করা হয়।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ( বাংলাদেশ সময় রাত ১১টা ৪০মি.) অটোয়া জামে মসজিদে জোহর নামাজের পরপরই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর অটোয়া মুসলিম গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বাসদ আহ্বায়ক কমরেড আ ফ ম মাহবুবুল হককে সমাহিত করা হয়।
স্বাধীনতা যুদ্ধের এই বীর সৈনিককে শেষ বিদায় জানাতে অটোয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মিজানুর রহমানসহ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডার বিভিন্ন শহর থেকে আসা মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ ও রাজনৈতিক সহকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হক গত ৯ নভেম্বর অটোয়া সিভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বামপন্থি রাজনীতির এই পুরোধা ব্যক্তিত্ব মৃত্যুকালে, স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সূত্র : নতুন দেশ ডট কম
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/ফারজানা